কেক কেটে ইংরেজি নববর্ষ উদযাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

আইনজীবী নেতা অ্যাডভোকেট আজহার উল্লাহ্‌ ভূঁইয়ার উদ্যোগে সর্বোচ্চ আদালত অঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি নববর্ষ – ২০১৮ উদযাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের অলিম্পিয়া রেস্তরাঁয় উক্ত নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইংরেজি নববর্ষ – ২০১৮ উদযাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আটর্নী জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (এমপি), বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন (এমপি), সানজিদা খানম (এমপি), ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী প্রমুখ।

এ আইনজীবী নেতারা ছাড়াও কেক কেটে নববর্ষ উদযাপনের পাশাপাশি দীর্ঘ অবকাশের পর সুপ্রিম কোর্টে এ অনুষ্ঠানে সাধারণ আইনজীবীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এক মিলনমেলায় পরিণত হয়। একইসঙ্গে ছিল মনোজ্ঞ সংগীতায়োজন। অনুষ্ঠানে আইনজীবীরা একে অপরের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম