ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের আইন কর্মকর্তা
ভ্রাম্যমাণ আদালত

ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, তিন মালিকের জেল-জরিমানা

নাটোরের বড়াইগ্রামে তিনটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল খেজুর গুড় ধ্বংস ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও কালিকাপুর এলাকার তিনটি গুড় তৈরির কারখানায় র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি কারখানায় চিনি, ময়দা, ক্ষতিকর রং সহ বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।

এই ঘটনায় কারখানা মালিক শফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে অপর দুই কারখানার মালিক কোরবান আলীর ৫০ হাজার টাকা এবং সাজদার আলী ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত প্রায় এক হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, তিনটি কারখানায় উৎপাদিত খেজুরের গুড়ের মধ্যে খেজুরের রসের কোন অস্তিত্ব নেই।

এছাড়া লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারের একটি বেকারিতে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশে মানহীন পন্য উৎপদনের দায়ে এক মালিক মাহাবুবুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম