বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালায় আইনমন্ত্রী

শিগগিরই হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগ: আইনমন্ত্রী

চলতি অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আপিল ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। একই সঙ্গে বিচারপতি নিয়োগ দেওয়া হবে হাইকোর্ট বিভাগেও। তাছাড়া আপিল বিভাগে কাজের দিকটা বিবেচনা করেই সেই সংখ্যক বিচারপতি নিয়োগ দেওয়া হবে। খুব শিগগির বলতে কবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে এ মাস বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হবে।

এ সময় প্রধান বিচারপতির নিয়োগের বিষয় জানতে চাইলে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা হচ্ছে রাষ্ট্রপতির এখতিয়ার। এ ব্যাপারে কোন কথা বলাই ঠিক হবে না।

দশম জুডিশিয়ারির পদায়নের গেজেট নিয়ে আইনমন্ত্রী বলেন, এইমাত্র তথ্য পেলাম পোস্টিংয়ের বিষয়াদি প্রক্রিয়াধীন। এই মাসের মধ্যে এ গেজেট প্রকাশ হয়ে যাবে।

‘ট্রেইনিং অন ই-প্রকিউরমেন্ট ফর দি জাজেস অফ সাবঅর্ডিনেট কোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারপতি খন্দকার মুসা খালেদ। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল অ্যান্ড জাস্টিস ডিভিশন ফর স্ট্রেংথিং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ম্যানেজমেন্ট প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম