বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বিমানের চাকরিতে ৭৪ জনকে স্থায়ীকরণে হাইকোর্টের রুল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখার মার্কেটিং অ্যান্ড সেলসের কমার্শিয়াল অ্যাসিসট্যান্ট পদে দৈনিক হাজিরা ভিত্তিতে চাকরিরত ৭৪ জনের চাকরি কেন স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই ৭৪ জনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

চার সপ্তাহের মধ্যে সিভিল এভিয়েশন সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বিমানের কার্গো শাখার মার্কেটিং অ্যান্ড সেলসের কমার্শিয়াল অ্যাসিসট্যান্ট পদে দৈনিক হাজিরা ভিত্তিতে ৭৪ জন ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে চাকরি করছেন। কিন্তু তাদের স্থায়ী না করেই একই পদে সমান যোগ্যতার অধিকারী ৫৫ জনকে ৩ জানুয়ারি তিন বছরের চুক্তিতে নিয়োগ দেন। এ তিন বছর শেষে ৫৫ জনকে স্থায়ী করার কথা চুক্তিতে রয়েছে।

বৈষম্যের শিকার হওয়া ৭৪ জন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও কোনো ব্যবস্থা না করায় তারা হাইকোর্টে রিট করেন।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম