এসসিএলএস আয়োজিত ‘সংবিধান, প্রস্তাবনা ও মাতৃভাষা’ শীর্ষক স্মারক বক্তৃতা ৯ ফেব্রুয়ারি

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, প্রস্তাবনা ও মাতৃভাষা’ শীর্ষক অমর একুশে স্মারক বক্তৃতার আয়োজন করেছে সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)।

আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধকার হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আশরাফুল কামাল।

চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ের আইন বিভাগের সাবেক সভাপতি ও সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)- এর মোডারেটর নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোঃ হেলাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক এবং চবি আইন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. জাফর উল্লাহ্‌ তালুকদার।

-সংবাদ বিজ্ঞপ্তি