অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

এখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে: অ্যাটর্নি জেনারেল

নতুন প্রধান বিচারপতি নিয়োগে স্বস্তিবোধ করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমি খুব খুশি। স্বস্তিবোধ করছি। অপেক্ষার অবসান হলো।

তিনি বলেন, এখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। শনিবার নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে অংশ নেবো। এছাড়া রোববার অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রধান বিচারপতির কোর্টে নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাবো।

এর আগে দুপুরে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত বছরের ২ অক্টোবর একমাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কার্যভার পালনের জন্য আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেন।