ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আইন বিষয়ক এক বিশেষ সেমিনার। দেশি-বিদেশি প্রখ্যাত আইনজীবিগণের উপস্থিতিতে গত রোববার সেমিনারের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আইনপ্রণেতা ড. কামাল হোসেন।
সেমিনারে মূল বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ এ্যামি রয়, সহকারী অ্যাটর্নি এবং অ্যাফিলিয়েট চীফ, নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র।
মিজ রয় ’ডুইং জাস্টিস: এ স্কিল এন্ড উইল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন ড. মোঃ জহুরুল হক।