সাদা প্যানেলের ঘুরে দাঁড়ানোর আর নীলের এগিয়ে যাওয়ার মিশন

ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচন আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ঘুরে দাঁড়ানোর এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের এগিয়ে যাওয়ার মিশন।

নির্বাচনে ২৭ পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এশিয়ার বৃহত্তম বার সমিতির এই নির্বাচনে প্রায় সাড়ে ২০ হাজার আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান সহ-সভাপতি এ আর মিজানুর রহমান, ট্রেজারার মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরী এবিএন ইফতেখারুল হক, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হয়দার জীবন, সমাজ কল্যান সম্পাদক এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

সদস্য পদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. শাহীন হোসেন, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, মো. ইব্রাহিম স্বপন, মো. ইয়াছিন মিয়া, মোসা. জেবুন্নেছা খানম জীবন, নজরুল হক সুভা, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি মো. রুহুল আমিন, ট্রেজারার আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরী এম মনিরুজ্জামান মানির, সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তর রিতা, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন খন্দকার টগর এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পি।

সদস্য পদে আব্দুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. হাসান আকবার আফজাল, সুমন মিয়া, মো. নুরুদ্দিন, শেখ সাইফুর রহমান সুমন, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, সফাত নাহার সুমি ও তুষার ঘোষ। নির্বাচনে সদস্যপদে মৌসুমি বেগম ঢাকাইয়া নামে একজন সতন্ত্র প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, গত ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জায়লাভ করে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল জেতে বাকি ৬ পদে। সাদা প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতিসহ ১৩ জনই গতবারের পরাজিত প্রার্থী।