ছবি- প্রতীকী

অবশেষে সহকারী জজ হিসেবে ১৬৬ জনকে নিয়োগ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ৩/৪/২০১৭ এর সুপারিশের প্রেক্ষিতে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে।

নোটিশে ১৬৬ জন সহকারী জজের নাম ও কর্মস্থল উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত উক্ত নোটিশে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁদের নামের পাশে বর্ণীত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে প্রদায়ন করা হয়েছে।

১৬৬ জন সহকারী জজদের নাম, কর্মস্থল ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-