ছবি - বাংলাদেশ সুপ্রিম কোর্ট

পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ মামলা জট নিরসনে নিম্ন আদালতে ৫ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অধস্তন আদালতসমূহে বর্তমানে ২৮ লক্ষের বেশি মামলা বিচারাধীন এবং ক্রমান্বয়ে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। বিচারাধীন এসব মামলার মধ্যে ৫ বছরের অধিক পুরাতন মামলার সংখ্যাও কম নয়। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি বিচারপ্রার্থীদের প্রত্যাশা। ফলে, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তি করে ক্রমবর্ধমান মামলা জট নিরসনের বিকল্প নেই।

এমতাবস্থায় দেশের অধস্তন সকল আদালত/ট্রাইব্যুনালকে অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ প্রধান করা হয়েছে। প্রত্যেক আদালত/ট্রাইব্যুনালকে প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে বর্তমানে প্রেরিত বিবরণীর অতিরিক্ত হিসেবে উক্ত আদালতসমূহে বিচারাধীন ও নিস্পত্তিকৃত পাঁচ বছরের অধিক পুরাতন মামলার বিবরণী (আদালতের নাম পৃথক পৃথকভাবে উল্লেখপূর্বক) ‘সংযুক্ত ছক’ অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রধান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একইসঙ্গে এ সার্কুলার ইতোপূর্বে জারীকৃত সার্কুলারসমূহের পরিপূরক হিসেবে গণ্য হবে। তবে পূর্বে জারীকৃত সার্কুলারের কোনো বিষয়ের সাথে এ সার্কুলারের কোনো নির্দেশাবলী অসামঞ্জস্যপূর্ণ হলে এই সার্কুলারের বিধানাবলী প্রযোজ্য হবে।