শান্তিতে নোবেল জয়ী ৩ নারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছান।

নোবেল জয়ী ওই নারীরা হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, নোবেল জয়ী তিন নারী বিকেলে রোহিঙ্গা ক্যাম্পের ভারপ্রাপ্তের কার্যালয়ে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন, রাখাইনে তাদের ওপর হওয়া নির্যাতন-নিপীড়নের বর্ণনা শোনেন। পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুরছড়া নামক এলাকা পরিদর্শন করেন তারা।

উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ক্যাম্প পরিদর্শনকালে শান্তিতে নোবেলজয়ী তিন নারী ধর্ষণের শিকার পাঁচ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় ‘নারীপক্ষ’ এনজিও’র কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সুসংহত করতে ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আগামীকাল সোমবার তাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।