ব্লাস্টে জেলা প্রকল্প কর্মকর্তা নিয়োগ

পদের নাম: জেলা প্রকল্প কর্মকর্তা

প্রতিষ্ঠানের নাম: Bangladesh Legal Aid and Services Trust (BLAST)

খালি পদের সংখ্যা: ০২

চাকরির প্রাসঙ্গিক বর্ণনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারশেন এর যৌথ প্রকল্প `ইমপ্রুভমন্টে অব দি রিয়াল সিচ্যুয়শেন অব ওভারক্রাউডিং ইন প্রিজনস ইন বাংলাদেশ` (আইআরএসওপি) র্কাযক্রম এর সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য।

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এলএলবি / এলএলএম

অভিজ্ঞতা: প্রযোজ্য নহে

অন্যান্য যোগ্যতা
এলএলবি /এলএলএম (বার কাউন্সিলের সনদ থাকতে হবে)
এডভোকেট এবং জেলা আইনজীবী সমিতির সদস্য হতে হবে।
প্রার্থীর বাচনভঙ্গি স্পষ্ট ও সাবলীল হতে হবে;
বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে;
আইনগত সচেতনতা এবং আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের সাথে কাজ করার মানসিকতা এবং উদ্যমী হতে হবে;
প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে (ওয়ার্ড,এক্সেল,পাওয়ার পয়েন্ট ইত্যাদি);
ইরেজীতে কথা বলার এবং প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে;
মানবাধিকার ও আইন সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে;
চাকুরীতে থাকাকালীন সময়ে কোন প্রকার ব্যক্তিগত মামলা পরিচালনার কাজে (private practice) নিযুক্ত থাকা যাবেনা।

কর্মস্হল: চট্টগ্রাম, পটুয়াখালী

অন্যান্য সুবিধাদি
সংস্থার নিয়ম অনুয়ায়ী বেতন ও অন্যান্য সুবিধাদী প্রদান করা হবে।

আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর, তাদের অভিজ্ঞতা ও দক্ষতার বিষয়ে অবহিত এমন দুইজন পরিচিত ব্যাক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে সাম্প্রতিক জীবনবৃত্তান্ত সহ আবেদনপত্র, “দুই” কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, বার কাউন্সিলের সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।

আবেদনের ঠিকানা:
অনারারী নির্বাহী পরিচালক,
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট),
ওয়াইএমসিএ ডেভেলপমেন্ট সেন্টার, ১/১, পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা-১০০০

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ : মার্চ ১৪, ২০১৮