ফরিদপুর বারে সভাপতি-সম্পাদকসহ ১০ পদে আ.লীগ সমর্থিতদের জয়

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। মোট ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে। বিএনপি সমর্থিতরা পেয়েছেন দুটি সম্পাদকীয় পদসহ পাঁচটি পদ।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মো. কামাল উদ্দীন সভাপতি ও মো. আব্দুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি দুলাল চন্দ্র সরকার ও মো. আমিনউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহ মো. আবু জাফর, ক্রীড়া সাংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক আবু সাহাদাৎ খান, তথ্যপ্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক জাহিদুল হাসান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আতিয়ার রহমান ও অলোকেশ রায়।

অন্যদিকে বিএনপি সমর্থিত নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক পদে এ বি এম শহীদুজ্জামান খান, অডিট সম্পাদক মো. খসরুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. ওয়াহিদুজ্জামান, সামসুন নাহার ও সিরাজুর ইসলাম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার দীনেশ চন্দ্র দাস ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।