‘নারী-পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক’

নারী পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রে উৎকর্ষতা সাধিত হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

আজ বৃহস্পতিবার (৮ মার্চ) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত “কনসার্ট ফর উইমেন” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ব্যারিস্টার তুরিন আফরোজ আরও বলেন “দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সেই নারী কে গৃহ বন্দী করে রেখে দিলে কখনই দেশ এগিয়ে যেতে পারবে না।একজন পুরুষের অবশ্যই নারীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ থাকতে হবে। পুরুষের অবশ্যই মনে রাখতে হবে নারী হচ্ছে তার মা, ভগ্নী, কন্যা , প্রেয়সী। তাই একজন নারীকে অপমান মানে সেই সকল সম্পর্কেও অপমান। তিনি নারীদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না , অধিকার আদায় করে নিতে হয় এবং সেই অধিকার আদায়ের জন্য ঐক্য বদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ।