কুমিল্লার এক মামলায় গ্রেপ্তার খালেদা, কারাগারে পৌঁছেছে হাজিরা পরোয়ানা

কুমিল্লার একটি মামলায় গ্রেপ্তার দেখানো বেগম জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

আজ সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

এর আগে সোমবার বিকেলে কুমিল্লার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার।

এ দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বেগম জিয়ার জামিনের কাগজ আজ পৌঁছাবে না বলে জানালেন বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া

গত দেড় মাস কারাগারে থাকার পর দুপুরের সময়ে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান বেগম জিয়া।

এ দিন (আজ) দুপুরে সোয়া দুইটায় শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বয়স, শারীরিক অবস্থাসহ ৪টি যুক্তিতে জামিন মঞ্জুর করার কথা জানান আদালত।

এ আদেশে সন্তোষ প্রকাশ করেন বেগম জিয়ার আইনজীবীরা।

অন্যদিকে জামিন আদেশে সংক্ষুব্ধ প্রকাশ করে আগামীকাল জামিন স্থগিত চেয়ে আপিল করার কথা জানিয়েছিলেল দুদকের আইনজীবী। সময় নিউজ