বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

আজ মঙ্গলবার (১৩ মার্চ) সকালে চেম্বার আদালতে এ আবেদন করে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মঙ্গলবার দুপুরে চেম্বার আদালতে এই আবেদনের শুনানি হতে পারে।

সোমবার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও সেখানেই আছেন।