নাশকতার ৮ মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ শুনানি ১০ এপ্রিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় করা নাশকতার ৮ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।

মামলাগুলোয় হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় আইনজীবীরা চার্জগঠনের শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।

অন্যদিকে সাবেক এ প্রধানমন্ত্রী অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে আছেন মর্মে তার উপস্থিতির জন্যও সময় আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ এপ্রিল মামলাগুলোয় পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এর আগে ও আটটি মামলার বিচার সদরঘাটস্থ আদালতে অনুষ্ঠিত হয়ে আসলেও গত ৮ জানুয়ারি সরকার মামলাগুলোর বিচার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হওয়ার প্রজ্ঞাপন জারি করেন।

২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৬ সালে বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দেয় পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।