ছবি - বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিয়ে রুল

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৩ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম ও ডেপুটি সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ডেপুটি রেজিস্ট্রারকে (প্রশাসন) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে ১২ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের কর্মকর্ত-কর্মচারী ট্রাস্টের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো. বোরহান খান।

রিট আবেদনে বলা হয়, সরকারের আইন ও শাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকার আবাসন সুবিধা প্রদান করে। কিন্তু বৈষম্যমূলকভাবে বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোনও আবাসন সুবিধা প্রদান করা হয় না। তাই এই রিট আবেদনের মাধ্যমে আইন ও শাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আবাসন সুবিধা প্রদানে নির্দেশনা চাওয়া হয়।