জ্যৈষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না’র গাড়িতে হামলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না এর গাড়িকে লক্ষ্য করে একটি কংক্রিট নিক্ষেপ করে পালিয়ে যান একদল অজ্ঞাতনামা । ফলে ঐ কংক্রিট গাড়ির কাচ ভেঙ্গে তার শরীরে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে।

পরে জেড আই খান পান্নাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সুপ্রিম কোর্টে পৌঁছালে সেখানে অবস্থানরত আইনজীবীরা তাকে দেখার জন্য ছুটে আসেন এবং এর তীব্র প্রতিবাদ জানায়।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে এ বিষয়ে এখনও মামলা হয়েছে কিনা তাও জানা যায়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় টিএসসি থেকে র‍্যাব তিন জন শিক্ষার্থিকে আটক করলে গাড়ি ভাঙচুরসহ রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থিরা।

জ্যৈষ্ঠ এই খ্যাতনামা আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড এন্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান ও নির্বাচিত সদস্য এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের একজন সদস্য। এছাড়াও তিনি আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নাগরিক উদ্দ্যোগ সহ আরো মানবাধিকার প্রতিষ্ঠান এবং জাতীয় আইনজীবী পরিষদের সভাপতি।