খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের সারসংক্ষেপ দাখিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এটি জমা দেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আমরা মোট ২৮ পৃষ্ঠার সারসংক্ষেপ জমা দিয়েছি।’

এর আগে গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ ও দুদক। এরপর আদালত লিভ টু আপিল গ্রহণ করেন ও আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সারসংক্ষেপ জমা দেয় দুদক। আগামী ৮ মে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। এখন সেখানেই বন্দি আছেন তিনি।