সংসদ সদস্য ঊষাতন তালুকদার

এমপি ঊষাতনের বাসায় ঢুকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৭

সংসদ ভবন এলাকায় সংসদ সদস্য (এমপি) ঊষাতন তালুকদারের বাসায় ঢুকে চাঁদা দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক তার বাসায় ঢুকে সাড়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

“আমরা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছি। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

উষাতন তালুকদার উষাতন তালুকদার আসামিরা নিজেদের দুটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ছোট ভাইয়ের পরিচয় দিয়ে সাংসদের কাছে চাঁদা দাবি করেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বিপ্লব বলেন, “উনি (সাংসদ) চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে ঘটনাটি চাঁদাবাজির কি না তা আমরা তদন্ত করে দেখছি।”

ঊষাতন তালুকদার পার্বত্য রাঙামাটি এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।