বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার আসন বিন্যাস

দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষা শুক্রবার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিতব্য এ পরীক্ষা ঢাকাস্থ তিনটি কেন্দ্রে গৃহীত হবে। কেন্দ্রগুলো হল- হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদালয় কলেজ (শান্তিনগর, ঢাকা), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (১৪৮ নিউ বেইলি রোড, ঢাকা), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (৮৪, কাকরাইল, ঢাকা)।

পরীক্ষার্থীদের রোল নম্বরভিত্তিক কেন্দ্র বিন্যাস বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 রোল নম্বর পরীক্ষার্থীর সংখ্যা  কেন্দ্রের নাম
 ১০০১ থেকে ৪৬০০ পর্যন্ত  ৩৬০০ জন  উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ   (৮৪, কাকরাইল, ঢাকা)।
 ৪৬০১ থেকে ৭৩০০ পর্যন্ত  ২৭০০ জন  সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

 (১৪৮ নিউ বেইলি রোড, ঢাকা)

 ৭৩০১ থেকে ৯২৮৮ পর্যন্ত  ১৯৮৮ জন  হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ   (শান্তিনগর, ঢাকা)

 

গত ৬ মে দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়।

এর আগে, গত ১২ মার্চ দ্বাদশ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী জজ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।