আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ফাইল ছবি)

ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হলেন বিচারক আবু জমাদার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মোঃ আবু জমাদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ এর ৬(৪) ধারা এর বিধান অনুযায়ী সরকার উক্ত পদ শূন্য ঘোষণা করে ঐ পদে আবারো মোঃ আবু জমাদারকে সদস্য পদে নিয়োগ দেওয়া হল।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ অক্টোবর অবসরোত্তর ছুটি বাতিল করে জেলা জজ আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া হয়। তিনি গত ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এতে ট্রাইব্যুনালের সদস্য পদটি শূন্য হয়ে যায়। এখন আবারও তাকে আগের পদে নিয়োগ দেয়া হলো।