বাসেত মজুমদারের জামাতা এডভোকেট মুনীর শরিফ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের বড় মেয়ের স্বামী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট মুনীর শরিফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে্ ওয়া ইন্নাইলাহির রাজিউন)।

আজ রোববার (৮ জুলাই) সকাল সাড়ে আটটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট মুনির শরিফের বাবা মরহুম অ্যাডভোকেট শাহ্‌ মোহাম্মদ শরীফ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন এবং মুনির শরিফে নিজেও সুপ্রিম কোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

তিনি অসুস্থ কিংবা কোন রোগাক্রান্তও ছিলেন না। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানান গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের ১২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন মুনীর শরীফ। তবে তার পৈত্রিক নিবাস ভোলা জেলায়। ঢাকার মুসলিম হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন মুনীর শরীফ।

১৯৯৭ সালে বার কাউন্সিলের সনদ নিয়ে আইন পেশা শুরু করে ১৯৯৯ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। পরবর্তীতে ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হন। এছাড়া ২০১২-১৩ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র কন্যা রেখে গেছেন।