সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী শহীদুন নবী

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে. এস. নবী ইন্তেকাল করেছেন

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী শহীদুন নবী (কে. এস. নবী) ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (৮ জুলাই) বিকালে তিনি ইন্তেকাল করেন।

আজ সোমবার (৯ জুলাই) জোহর নামাজের পর সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি ১৯৬৫ সনের ৮ ফেব্রুয়ারী সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন। ১৯৯৬ সন থেকে ১৯৯৮ সন পর্যন্ত তিনি বাংলাদেশের নবম অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর এলাকার কাজী বাড়ি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।