রিজার্ভ চুরি : বাংলাদেশের পক্ষে রায় নিউইয়র্ক সুপ্রিম কোর্টের, ফিলিপাইনের আপিল
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৯ আগস্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ( ১২ জুলাই) ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এ দিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

মতিঝিল থানার সংশ্লিষ্ট সাধরণ নিবন্ধক কর্মকর্তার সহকারী জাহিদুরর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।