ডেসটিনির এমডি রফিকুল আমিনের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে জানান, সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলাটি গত ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন।

২০১৮ সালের ১২ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিন। যা মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে কোনো আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আমিন উদ্দিন মানিক।