শাহাবুদ্দিন আলম

এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মেসার্স লায়ন বনস্পতি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় গুলশান থানায় করা অর্থ আত্মসাতের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সামছুল আলম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ অক্টোবর ব্যাংক এশিয়া লিমিটেডের চট্টগ্রামের ইপিজেড থানায় ২০১৭ সালের ১৫ নভেম্বর করা একটি মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দি ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়মবহির্ভূত শাহাবুদ্দিন আলম গুলশান শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ নগদে ও পে-অর্ডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেন।

তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রী, ছেলে-মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫টি হিসাবে নগদ ও পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেন।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর দুদকের উপ-পরিচালক সামছুল আলম গুলশান থানায় মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়- এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মেসার্স লায়ন বনস্পতি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম, তার স্ত্রী ও মেসার্স লায়ন বনস্পতি প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ইয়াসমিন আলম, দি ফারমার্স ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও চৌধুরী মোশতাক আহম্মেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, এসভিপি জিয়া উদ্দিন আহম্মেদ, দেলোয়ার হোসেন ও ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতীকে।