ফেনী জেলা আইনজীবী সমিতি

ফেনী আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক স্বপন

ফেনীতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৫ পদে আওয়ামী লীগ-বামদল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ ১০ পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। একইসঙ্গে কার্যকরী সদস্যের ৬টি পদের মধ্য ৫টিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

গতকাল শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ২শ ৩৭ জন ভোটারের মধ্যে ২শ ৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি হাফেজ আহামদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. সামছুল হুদা।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি হাফেজ আহাম্মদ জানান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে ১শ ৩৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী। প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী সাহাব উদ্দিন পেয়েছেন ৯৭ ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি পদে নুরুল ইসলাম (২) ও বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এবিএম আশ্রাফুল হক ভূঞা ১শ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের আহসান উল্যাহ চৌধুরী স্বপন ১শ ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী নাসির উদ্দিন বাহার পেয়েছেন ৮৭ ভোট। বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মেজবাহ উদ্দিন মো. মোরশেদ ১শ ৪১ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক পদে গাজী তারেক আজিজ পেয়েছে ৮৬ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সমমনা আইনজীবী ঐক্য পরিষদের হাসান মাহমুদ (২) পেয়েছে ১শ ২৬ ভোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নাজমুন সাকিব পেয়েছেন ৯২ ভোট। অডিটর পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জামাল উদ্দিন বাবু পেয়েছেন ১শ ১৯ ভোট ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের হুমায়ুন কামাল পেয়েছেন ১শ ৯ ভোট। অর্থ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. আবদুল আহাদ ভূঞা পেয়েছেন ১শ ২৭ ভোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নুরুল ইসলাম (৪) পেয়েছেন ১শ ১ ভোট।

লাইব্রেরী সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ফজলুল হক ছোটন পেয়েছেন ১শ ২৪ ভোট ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. ইয়াসির আরাফাত পেয়েছেন ১শ ৫ ভোট। নির্বাহী সদস্য পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের আবদুল কুদ্দুস ১২৮ ভোট, মো. আরিফ ১২৬, হেদায়েত উল্যাহ ভূঞা ১১৮, আবুল কাশেম ১১৪, মনির উদ্দিন মিনু ১১৪ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জসিম উদ্দিন ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।