সমন্বিত প্রচেষ্টায় মানবাধিকার নিশ্চিত করা সম্ভব: প্রধান বিচারপতি

বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও বিচারকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ফার্স্ট ন্যাশনাল প্রো-বোনো কনফারেন্স ইন বাংলাদেশ শিরোনামে প্রো-বোনো ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘প্রো-বোনো পরিভাষাটি বাংলাদেশে নতুন এবং এর মাধ্যমে ন্যায় বিচারে সকলের সমান অধিকারকে নিশ্চিত করা বোঝায়, যা মানবাধিকারের অংশ। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠী ও অসহায় নারীদেরকে আইনি সেবা দিতে বিভিন্ন এনজিও ও সরকারি লিগ্যাল এইড সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।’

দেশের উন্নয়ন ও অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘সংবিধান কোনো ধরনের বৈষম্য ব্যতীত সকল মানুষের সমানাধিকার নিশ্চিত করেছে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। জাতিসংঘ ঘোষিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।’

আইনজীবীদের শুধু টাকার পেছনে না ছোটার আহ্বান জানিয়ে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘অসহায়-দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি সেবা দিন। সংবিধান অনুযায়ী আইনের শাসন ও সুশসান প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।’

জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে বিনামূল্যের আইনি সেবা জনপ্রিয় হলেও আমাদের দেশে এখনও ততটা জনপ্রিয় হয়নি। এ বিষয়ে আলোচনা অভিজাত হোটেলগুলোতে সীমাবদ্ধ। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।’

সেমিনারে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রো-বোনো রিসোর্স পার্সন ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুল হক।

সংগঠনের চেয়ারম্যান ড. বশির আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাড. ফরহাদ হোসেন ভূঁইয়া।

প্রসঙ্গত, প্রো-বোনো একটি ল্যাটিন শব্দ। দরিদ্র এবং অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সেবা দেওয়া বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়।