পুলিশ (প্রতীকী ছবি)
পুলিশ (প্রতীকী ছবি)

মাদক মামলায় বরখাস্ত এসআই কারাগারে

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে মহানগর হাকিম সারোয়ার জাহান এই আদেশ দেন।

আসামির নাম খন্দকার সাঈদ উদ্দিন। তিনি নগরের বাকলিয়া থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার পর থেকে সাঈদ পলাতক ছিলেন। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৩০ জুলাই রাতে বাকলিয়া থানার হাফেজনগর এলাকার একটি বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ৬০০ ইয়াবা বড়িসহ নাজিম উদ্দিন নামের পুলিশের এক সোর্সকে আটক করা হয়।

নাজিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি বাসায় র‍্যাব অভিযান চালায়। সেখানে ১৩ হাজার ৫০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। বাসাটি সাঈদের।

ইয়াবা উদ্ধারের ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাঈদ ও নাজিমের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

ঘটনার দিন রাতেই বাকলিয়া থানা থেকে পালিয়ে যান সাঈদ।

মামলা তদন্ত শেষ গত মাসে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।