পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী শওকত আলী ইউসুফজাই

পাকিস্তানে মন্ত্রীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী শওকত আলী ইউসুফজাইয়ের বিরুদ্ধে ইসলামাবাদে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সন্ত্রাসবিরোধী আদালত।

২০১৪ সালে পার্লামেন্ট হাউস ও পাকিস্তান টেলিভিশন ভবনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার মামলায় গতকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ডট কমের খবরে জানানো হয়, ইউসুফজাই আদালতে হাজির হওয়ার নির্দেশনা বারবার উপেক্ষা করায় বিচারক সাইদ কাসুর আব্বাসি জাইদি এ পরোয়ানা জারি করেন। বিচারক তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

আদালত পিটিআইয়ের ২৬ জন কর্মীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৪ সালে ইসলামাবাদে ডি-চকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ ইমরান খান ও তাঁর সহযোগী পিটিআই নেতা আরিফ আলভি, আসাদ ওমর, শাহ মেহমুদ কোরেশি, শাফকাত মাহমুদ ও রাজা খুররাম নওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করেছে।