চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

এই হলো ঢাকা জজ কোর্টের অবস্থা!

নাহরিন তানিয়া :

যে পরিমান স্ট্রোক রুগী বাড়ছে এর আসল কারন কি জানি না। তবে একটা কথা বলতে পারি এই ঝুঁকি সবচেয়ে বেশি আইনজীবীদের ইদানীং যে হারে আইনজীবী স্ট্রোক করছেন এটা স্পষ্ট।

অন্যের টেনশন নিজের মাথায় নিয়ে, বিচার বিভাগের জটিলতা আর কর্ম পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ঢাকা জজ কোর্টের আইনজীবীদের। এতো প্রেশার নিয়ে কিভাবে একজন আইনজীবী তাঁর পেশা ধরে রাখছেন সেটা সেই জানেন! অকাল মৃত্যু তাই অনিবার্য হয়েছে তাদের।

দুটো লিফট, সরুপথে উঠতে হবে আট তলা, কোর্ট উঠে গিয়েছে (বিচারিক কার্যক্রম শুরু) তাই যেভাবেই হোক জীবন দিয়েও উঠতে হবে। এই হলো ঢাকা জজ কোর্টের অবস্থা।

লেখক : আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী