আদালত (প্রতীকী ছবি)
আদালত (প্রতীকী ছবি)

ইয়াবা রাখায় দুজনের ৫ বছর করে কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার দায়ে দুই ব্যক্তিকে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৪ মার্চ) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এই রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গিয়াস উদ্দিন গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মজিবুর রহমান ও দুখু মিয়া ওরফে রুবেল। তবে জামিনে গিয়ে পলাতক রয়েছেন আসামি দুখু মিয়া। রায় ঘোষণার পর আসামি মজিবুরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১০ জুন নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বারৈপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৪০০টি ইয়াবা বড়িসহ মজিবুর ও দুখুকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ ১ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু করেন আদালত। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।