ব্যারিস্টার তুরিন আফরোজ

‘দল থেকে বহিষ্কার করলেও সুলতান মনসুরের এমপি পদ টিকে থাকবে’

আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের অন্যতম প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, সুলতান মনসুরকে দল (গণফোরাম) থেকে বহিস্কার করার পরেও আইন অনুযায়ী সংসদ সদস্য পদ টিকে থাকবে। দল থেকে বহিস্কার করলে আইন অনুযায়ী সংসদ সদস্য পদ হারানোর কোনো সুযোগ নেই।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের কারণে সুলতান মনসুরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিস্কার করলে সেই সদস্যের, সংসদ সদস্য পদ বাতিল হয় না। কেননা সংবিধানে এমন কোনো আইন নেই।

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে- কোনো সংসদ সদস্য যদি দল থেকে পদত্যাগ করে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট প্রদান করে তাহলে সেই সদস্যের, সংসদ সদস্য পদ বাতিল হবে। সুলতান মনসুর যেহেতু দল থেকে পদত্যাগ করেননি অথবা দলের বিপক্ষে ভোট প্রদানও করেননি সেহেতু তার আইন অনুযায়ী সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কোনো আইন নেই।