ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না : আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

‘জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাই’

সারাদেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করার পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারেন বলেও জানান তিনি।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে আইনমন্ত্রীর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

সাক্ষাৎ শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সারাদেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে।’

ওপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাজধানীতে অবৈধ ভবন সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা করবে আইন মন্ত্রণালয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আবারও জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ করেন তিনি। জনগণের শক্তি বাড়লে আর কেউ এমন চেষ্টা করতে পারবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবারও (২ এপ্রিল) সচিবালয়ে এসকে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী।

জুডিশিয়াল ক্যু চেষ্টা করায় এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’