আকরামুজ্জামান

অন্য আসামিকে খাবার দিতে এসে নিজেই কারাগারে

তিনি নিজেই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অথচ থানায় এসেছিলেন অন্য আসামিকে দেখতে। তখনই খেলেন ধরা! হাজতে দুই আসামিকে খাবার দিতে এসে গ্রেপ্তার হয়েছেন আকরামুজ্জামান (৪০) নামের এক ব্যক্তি। ফরিদপুরের বোয়ালমারী থানা থেকে গতকাল সোমবার (৮ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরেই ফরিদপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে আকরামুজ্জামানকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আকরামুজ্জামানের নামে রাজবাড়ীর একটি আদালতে আগে মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুজন আসামি হারুন বিশ্বাস (৪৩) ও আশিকুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হারুনকে খাবার দিতে থানায় আসেন আকরামুজ্জামান। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর সান্যাল জানান, সোমবার দুপুরে আকরামুজ্জামানসহ তিন আসামিকেই জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।