ভারতীয় তরুণীর যৌতুক মামলায় বাংলাদেশি যুবক কারাগারে
কারাগার (প্রতীকী ছবি)

পুলিশের ভুলে কারাগারে নিরাপরাধ

আসামি না হলেও শুধু মাত্র নামের মিল থাকায় যৌতুক আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এক নিরাপরাধ। আর এ মামলার আসল আসামি বর্তমানে জর্ডান রয়েছে বলে জানা গেছে।

ভিকটিম মো. জামসু মিয়ার উপস্থিতিতে রোববার (২৫ আগস্ট) ঢাকা সিএমএম আদালতে শুনানি হলেও তার কারামুক্তি হয়নি।

নিরাপরাধ ওই ব্যক্তি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার উদিয়ারপাড়ার সিরাজুল হকের ছেলে মো. জামসু মিয়া (৩৭)। গত ৮ আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ জুন ঢাকা সিএমএম আদালতে মানহুরা খাতুন (২৬) তার স্বামী কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মো. সিরাজ মিয়ার ছেলে মো. জামসু মিয়ার (সাগর) বিরুদ্ধে যৌতুক আইনে সিআর ২১৯/২০১৫ মামলা দায়ের করেন। এরপর মামলায় আসামি গত ১ মার্চ থেকে পলাতক।

ওই মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ মিল্লাত হোসেন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আসামির অনুপস্থিতিতে ১ বছর ৩ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। রায়ের সময় আসামি পলাতক থাকায় আদালত আসামির স্থায়ী ঠিকানার ইটনা থানায় কিশোরগঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে একটি সাজা পরোয়ানা জারির আদেশ দেন।