‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ও অন্যান্য’ মামলা: আগাম জামিনে আত্মসমর্পণ প্রসঙ্গ
উচ্চ আদালত

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি নূরুজ্জামান

সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি নূরুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২, ৯ ও ১৯ সেপ্টেম্বর এবং বিচারপতি মোঃ নূরুজ্জামান আগামী ২৩, ৩০ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।