আটক
আটক (প্রতীকী ছবি)

অভিযান চালাতে গিয়ে পাঁচ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক বেকারিতে অভিযান চালাতে গিয়ে এলাকাবাসীর হাতে পাঁচ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হয়েছেন। আটক ব্যক্তিরা হলেন নয়ন হোসেন (৩১), আনন্দ সরকার (২৬), বিল্লাল হোসেন (৪০), শাহাদাত হোসেন (৪২) ও রুবেল হোসেন (২৮)।

উপজেলার চান্দাশ ইউনিয়নের বাগডোব এলাকায় বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় লোকজন জানান, ম্যাজিস্ট্রেট সেজে উপজেলার চান্দাশ ইউনিয়নের বাগডোব এলাকার রুপালি বেকারিতে অভিযান চালাতে যান পাঁচ যুবক। এ সময় বেকারির মালিককে ২ লাখ টাকা জরিমানার ভয়ভীতি দেখান তাঁরা। জরিমানার অঙ্ক শুনে দোকানদারের সন্দেহ হয়। এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হলে কৌশলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পাঁচ যুবক। স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়।

মহাদেবপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা প্রতারক চক্রের অংশ। বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন তাঁরা। পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।