চার মাসের সাজার আপিল নিষ্পত্তি হয়নি ৪৯ বছরেও
উচ্চ আদালত

মাছের খাদ্যে শূকরের উপাদান কি-না জানতে চান সুপ্রিম কোর্ট

বিদেশ থেকে আমদানি করা মাছের খাবারে শূকরের উপাদান আছে কী না, তা সায়েন্স ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা করে ১০ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আগামী ১০ দিনের মধ্যে মাছের খাদ্যে শূকরের উপাদানের কোনো অস্তিত্ব আছে কি-না তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।