সভায় প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

জয়পুরহাট বারে আইনজীবী পরিবার দিবস উদযাপন

আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি ও আইনজীবী পরিবার দিবস উদযাপন করেছে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি। এ উপলক্ষে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি চত্বরে রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া একটা গণতান্ত্রিক রাষ্ট্র কখনো মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না। আর সে কারণেই বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের (পিপি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জাতীয় সংসদের সাবেক হুইপ এ ই এম খলিলুর রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী খাজা জহুরুল হক। মত বিনিময় শুরুর আগে মন্ত্রী আইনজীবী ভবনের লিফট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী জয়পুরহাট আইনজীবী সমিতির উদ্যোগে একটি স্মরণিকা উন্মোচন করেন।