মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় বিচারক যারা

রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলার শুনানি প্রথম দিনের মতো মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বেলা তিনটায় বিচারের শুনানি শুরু হয়।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

ওই আদালতে প্রথম দিনের শুনানিতে সভাপতিত্ব করার করেন সোমালিয়ার বিচারপতি আবদুল কাবী আহমেদ ইউসুফের। সহ-সভাপতি ছিলেন চীনের বিচারক সুই হানকিন।

আদালতের অন্য বিচারকরা হলেন- স্লোভাকিয়ার বিচারক পিটার তোমকা, ফ্রান্সের বিচারক রোনি আব্রাহাম, মরক্কোর বিচারক মোহাম্মদ বেনোউনা, ব্রাজিলের বিচারক অ্যান্তানিও অগাস্তো ক্যানকাডো ত্রিনডাডে, যুক্তরাষ্ট্রের বিচারপতি জোয়ান ই ডোনোঘুয়ে, ইতালির বিচারক জর্জিও গাজা, উগান্ডার বিচারক জুলিয়া সেবুতিনডে, ভারতের বিচারক দলবীর ভান্ডারি, জ্যামাইকার বিচারক প্যাট্রিক লিপটন রবিনসন, অস্ট্রেলিয়ার বিচারক জেমস রিচার্ড ক্রফোর্ড, রাশিয়ার বিচারক কিরিল জেভোরজিয়ান, লেবাননের বিচারক নাওয়াফ সালাম এবং জাপানের বিচারক ইউজি ইয়াসাওয়া।

এছাড়া গাম্বিয়া ও মিয়ানমারের পক্ষে অ্যাডহক বিচারক রয়েছেন যথাক্রমে গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু এবং মিয়ানমারের প্রফেসর ক্লাউস ক্রেস।