ঢাকা বারে বঙ্গবন্ধু ভবন-১ এর চেম্বার বরাদ্দ অবৈধ ঘোষণা চেয়ে মামলা
এশিয়ার সর্ববৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতি

ঢাকা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল চূড়ান্ত

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে (২০২০-২০২১) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৩ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম মাসুম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব হাসান রানাকে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), অ্যাডভোকেট তাছলিমা আক্তার, অ্যাডভোকেট কাজী আফরোজা সুলতানা (ইভা), অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল বাসেত রাখী, অ্যাডভোকেট আজহার উদ্দন রিপন, অ্যাডভোকেট এম আর কে রাসেল, অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মো. হোসনী মোবারক, অ্যাডভোকেট বাবুল আক্তার বাবু, অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।