কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যুদ্ধাপরাধ মামলার আসামি মিজানুর রহমান মিন্টুর (৬৭) মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় মারা যান তিনি। মৃত আসামি মিজানুর রহমান ময়মনসিংহ কোতোয়ালি থানার নাওমহন এলাকার লুৎফর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম এসব তথ্য জানান।

বাহারুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে কারাগারে বুকে ব্যথা অনুভব করলে মিন্টুকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

‍জেলার আরও জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। ২০১৫ সালের ২৪ অক্টোবর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তার হাজতি নম্বর ৩৫৫৫/২০১৫। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।