করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্ট বারের এক সদস্য

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ( সদস্য নং ১১৯) ও ঢাকা আইনজীবী সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট আবু জাফর মো. মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়ে বুধবার (৩ জুন) রাত ৮.৩০ টায় মারা গেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন জানান, তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বৎসর।

অ্যাডভোকেট আবু জাফর মো. মহিউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন ১৯৯৬ সনের ২৯ সেপ্টেম্বর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন ২০০১ সনের ১৫ জানুয়ারী।

মরহুমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের মুন্সিবাড়ী।

গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে পিতা- মাতার কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।