আদালত (প্রতীকী)
ভার্চুয়াল আদালত (প্রতীকী)

ভার্চুয়াল কোর্ট : ঢাকার আদালতে ফাইল করা যাবে চেক ডিজঅনা‌রের মামলা

ভার্চুয়াল আদালত গত ১০ মে থে‌কে চালু হ‌লেও ‌এতদিন তা সীমাবদ্ধ ছিল শুধু হাজ‌তি আসা‌মির জা‌মিন আবেদনের ক্ষে‌ত্রে। এবার ঢাকার আদাল‌তে ভার্চুয়াল আদালতের প‌রিসর বাড়‌ছে। এখন থে‌কে নে‌গো‌শিয়েবল ইন‌স্ট্রু‌মেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার অধী‌নে চেক ডিজঅনারের মামলা ইমেইলের মাধ্যমে অনলাইনে ফাইল করা যা‌বে।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা আইনজীবী স‌মি‌তির সাধারণ সম্পাদক হো‌সেন আলী খান হাসান স্বাক্ষ‌রিত এ সংক্রান্ত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানো‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট এনআই অ্যাক্টের ১৩৮ ধারার অধী‌নে মামলা ফাইলিং গ্রহণ কর‌তে সম্ম‌ত হয়ে‌ছেন।

ন্যায়‌বিচারের স্বা‌র্থে উক্ত আইনের মামলা ফাইলিং প্রত্যেক আম‌লি আদাল‌তের ইমেইলের মাধ্যমে করার জন্য অনু‌রোধ করা হলো। পরবর্তী‌ সময়ে আদাল‌তের আদেশ প্রা‌প্তি সা‌পে‌ক্ষে ফৌজদারি কার্যবি‌ধির ২০০ ধারায় বাদীর জবানব‌ন্দি দেওয়া যাবে।

এর আগে গত ৩০ মে প্রধান বিচারপ‌তির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষ‌রিত এক বিজ্‌‌প্তি‌তে ১৫ জুন পর্যন্ত ভার্চুয়ালি নিম্ন আদাল‌তের কার্যক্রম প‌রিচালনার কথা জানা‌নো হয়।

গত ১০ মে ভার্চুয়াল আদালতের বিষ‌য়ে জা‌রি করা বিজ্ঞ‌প্তি অনুযায়ীই‌ আদাল‌তের কার্যক্রম প‌রিচা‌লিত হ‌বে। ওই বিজ্ঞ‌প্তি অনুযায়ী ভার্চ্যুয়াল আদাল‌তে শুধু হাজ‌তি আসা‌মি‌দের জা‌মিন শুনা‌নির সিদ্ধান্ত হয়।

গত ২৬ এপ্রিল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে ভার্চ্যুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়।