অ্যাডভোকেট রানা দাশগুপ্ত (ফাইল ছবি)

করোনা জয় করে বাসায় ফিরলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

(ফাইলআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়ে বাসায় ফিরেছেন।

করোনামুক্ত হয়েছেন তার স্ত্রীও। আজ মঙ্গলবার (৭ জুলাই) নিজেই এই তথ্য জানিয়েছেন রানা দাশগুপ্ত।

সুপ্রিমকোর্টের এই আইনজীবী বলেন, ১৩ জুন জ্বর এসেছিল। গলাব্যথার পর ১৫ জুন টেস্ট করা হয়। ১৭ জুন রাতে জানানো হলো স্ত্রীসহ করোনা পজিটিভ। পর দিন মেডিকেল সেন্টারে নিয়ে বিভিন্ন টেস্ট করানো হলো। এর মধ্যে খবর এলো– প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদেরকে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করছেন। তখন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠান।

১৪ দিন পর জানানো হলো করোনা নেগেটিভ। তার পরও তিন দিন অবজারভেশনে রাখা হয়। সর্বশেষ ২ জুলাই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নিজ বাসায় ফিরেছেন বলে জানান রানা দাশগুপ্ত।