বাংলাদেশ বার কাউন্সিল। (ফাইল ছবি)

করোনা আক্রান্ত আইনজীবীদের সহযোগিতায় বার কাউন্সিলের মনিটরিং কমিটি

সারা দেশের আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সহযোগিতার জন্য মনিটরিং কমিটি গঠন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সংস্থার ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের নির্দেশে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।

পাঁচ সদস্যের মনিটরিং কমিটির আহ্বায়ক বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ রফিকুল ইসলাম। কমিটির অন্যান্যরা হলেন- বার কাউন্সিলের উপ সচিব মোঃ আফজাল-উর রহমান যুগ্ম আহ্বায়ক, বার কাউন্সিলের সহকারী পরিচালক ঈদুল জান্নাত সদস্য সচিব। এছাড়া বাকী দুই সদস্য হলেন সংস্থার সহকারী পরিচালক নাহিদা পারভিন ঝুমা এবং সুলতানা মেহেরুন আশরাফী।

মনিটরিং কমিটির সদস্যরা করোনা আক্রান্ত কোনো আইনজীবী বা তার পরিবারের সদস্যদের ফোনকল রিসিভ করে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এক্ষেত্রে প্রয়োজনে কমিটির আহ্বায়কের ও যুগ্ম আহ্বায়কের সহযোগিতা গ্রহণ করবে।

বাংলাদেশ বার কাউন্সিল করোনা মনিটরিং সেল এর সদস্যদের ফোন নাম্বার পেতে বিজ্ঞপ্তি দেখুন