১১ বছরে বিনা খরচে আইনি সেবা পেয়েছেন লক্ষাধিক কারাবন্দি
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীর নৈতিক মানদন্ড নিয়ে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের নৈতিক মানদন্ড প্রণয়নে পিপিজে এ্যাকটিভিটি’র চারটি পাইলট জেলার প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণে এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ‘রিজিওনাল ওয়ার্কশপ অন প্যানেল ল’ইয়ার্স ইথিকাল স্ট্যান্ডার্ড’- শীর্ষক এ অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশাল জেলার লিগ্যাল এইড অফিসার, এসব জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজন করে প্যানেল আইনজীবী এ কর্মশালায় অংশ নেন।

অনলাইন কর্মশালা সংক্রান্ত বিষয়ে জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারি পরিচালক (প্রশাসন) কাজী ইয়াছিন হাবীব স্বাক্ষরিত বিস্তারিত তথ্যাদি সংস্থাটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।